খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকারের জন্মোৎসব

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-10 20:36:30

ফরিদপুরের কৃতি সন্তান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একুশেপদক প্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের ৭৯তম জন্মোৎসব উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

পারিবারিক আয়োজনে অম্বিকা ময়দানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

পরে কালিদাস কর্মকারের ছোট ভাই প্রশান্ত কর্মকার, দেবদাস কর্মকার, দিলীপ কর্মকার কেক কেটে উপস্থিত শতাধিক শিশুদের মধ্যে বিতরণ করেন। অনুষ্ঠানে চিত্রশিল্পী কালিদাস কর্মকারের পরিবারের সদস্যরা, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অতিথি নারী নেত্রী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী বলেন, কালিদাস কর্মকার ফরিদপুর তথা বাংলাদেশের অহংকার। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী। পারিবারিক আয়োজনে জন্মোৎসব উদযাপন করা হলো। কিন্তু ভবিষ্যতে সরকারিভাবে বা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বড় আয়োজনে জন্মোৎসব যাতে পালন করা হয় তার দাবি জানাই।

কালিদাস কর্মকার ১০ জানুয়ারি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা হিরা লাল কর্মকার ও মা রাধা রানী কর্মকার। বাংলাদেশের একজন প্রথিতযশা চিত্রশিল্পী যিনি নিরীক্ষাধর্মীতার জন্য বিখ্যাত। ১৯৪৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের অন্তর্গত ফরিদপুরে তাঁর জন্ম হয়। শৈশবেই তিনি আঁকতে শুরু করেন। স্কুল জীবন শেষে ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে তিনি ১৯৬৩-৬৪ খ্রিস্টাব্দে চিত্রকলায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইয়োরোপীয় আধুনিকতার ঘরানার শিল্পী।

তিনি ২০১৫ সালে সুলতান গোল্ড অ্যাওয়ার্ড, ২০১৬ সালে শিল্পকলা পদক, ২০১৮ সালে একুশে পদক পান। এছাড়া আন্তার্জাতিক অঙ্গনেও তার পুরুষ্কার রয়েছে। ৭৩ বৎসর বয়সে ২০১৯ সালের ১৮ অক্টোবর ঢাকায় নিজ বাসগৃহে তাঁর মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর