ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামি অনুশাসনের বিকল্প নেই। যারা বিগত ৫৪ বছরে দেশ পরিচালনা করেছে, যারা বার বার ব্যর্থ হয়েছে। তাদের দিয়ে ছাত্র-জনতার কাঙ্খিত স্বপ্ন পুরণ হবে না। এরাও মূদ্রার এপিঠ-ওপিঠ।
তিবি বলেন, জুলাই আগষ্ট বিপ্লবের পর দেশবাসি অবাক বিস্ময়ে দেখেছে তারা ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে পুরোনো চরিত্র প্রকাশ করে দখল-দারিত্বে মেতে উঠে। কাজেই ঘুরে ফিরে ৫৪ বছল ব্যর্থদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেলে জনগণের কোন লাভ হবে না। এরাও চিহ্নিত দুর্নীতিবাজ। এদের হাতও মজলুম মানুষের রক্তে রঞ্জিত।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর নাখালপাড়া রেলগেট সংলগ্ন শহিদ মিনার চত্বরে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পশ্চিমের তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ছাত্র আন্দোলন পশ্চিমের সহ-সভাপতি এমএম সিফাতুল্লাহ। সংগঠনের তেজগাঁও শিল্পাঞ্চল থানা সভাপতি মুহাম্মদ মাসউদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এবিএম যিয়াদুর রহমান ও সাইদুল ইসলাম শাফীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, ছাত্রনেতা নাসরুল্লাহ ফারহান, মুফতি নুরুল্লাহ কাসেমী, মোরশেদ আলম, মুহাম্মদ মঈন খান, অ্যাডভোকেট তাকদির হোসেন লিমন, এবিএম যিয়াদুর রহমান, মেহেদী মিরাজ, তারা মিয়া সহ তেজগাঁও শিল্পাঞ্চল এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সম্মেলনে ২০২৫ সেশনের জন্য মুহাম্মাদ মাসুদুর রহমানকে সভাপতি, শাহাদাত হুসাইনকে সহ-সভাপতি ও এইচএম নাঈম হাসান সুজনকে সাধারণ সম্পাদক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা কমিটি ঘোষণা করে প্রধান অতিথি। পরে তিনি তাদের শপথ বাক্য পাঠ করান।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, পিআর পদ্ধতির দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ ২০০৮ সাল আন্দোলন সংগ্রাম করে আসছে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমেই জাতীয় সরকার গঠন সম্ভব, অন্য পদ্ধতিতে নয়। ফলে দুর্নীতিবাজ, সন্ত্রাস ও কালো টাকার মালিকরা নির্বাচিত হতে পারবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার বলেন, চাঁদাবাজি পরিবর্তন হয়নি চাঁদাবাজদের মুখোশ পরিবর্তন হয়েছে কেবল। বৈষম্যমুক্ত বাংলাদেশ শুধু মুখের কথা। বাস্তবে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কিন্তু কৌশলে আমাদেরকে এড়িয়ে যাচ্ছে। এটি নতুন বাংলাদেশ এর জন্য আমরা হুমকি দেখছি।
প্রধান বক্তার সহ-সভাপতি এম এম সিফাতুল্লাহ বলেন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বুকের রাজপথের রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য ভুমিকা রেখেছে। শহীদ তাহমিদ মুগ্ধ আমাদের সদস্য। কিন্তু নাগরিক কমিটি যে শহীদের তালিকা প্রকাশ করেছে সেখানে ৭৬জন জন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বাদ দিয়েছে। পাঠ্যপুস্তকে শিল্পীর নাম আসে সৈয়দ ফয়জুল করীম এর নাম আসেনা। এই প্রশ্ন এখন জনমনে।