নরসিংদীতে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী | 2024-12-31 22:48:02

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার মিয়াপাড়ায় ওবায়দুল হক (৫০)নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঘোড়াশাল মিয়াপাড়া এলাকায় বাড়ির পাশে একটি ঝগড়া দেখতে যান ওবায়দুল হক ও তার ছেলে সোহাগ।

ঝগড়ার এক পর্যায়ে ওবায়দুল হক ঝগড়া থামাতে অনুরোধ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী হান্নান মিয়ার ছেলে হিরন মিয়া, রিফাত মিয়া, নজরুলের ছেলে নয়ন মিয়া, শহীদুল্লাহর ছেলে রায়হান হোসেন, আনিস মিয়ার ছেলে রনিসহ কয়েকজন চাপাতি ও রামদা দিয়ে আঘাত করে। এ সময় ওবায়দুল হকের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

এছাড়া তার ছেলে সোহাগ মিয়া আঘাত প্রাপ্ত হয়। এ অবস্থায় ওবায়দুল হককে জরুরী ভিত্তিতে প্রথমে নরসিংদী পরবর্তীতে ঢাকায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় ওবায়দুল হক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ঘটনায় পলাশ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতায় ও প্রতিবেশীদের সাথে ঝগড়া নিয়ে সকালে বৃদ্ধাকে কুপিয়ে আহত করে এবং সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় পলাশ থানা পুলিশের অভিযানে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে, এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।

এ সম্পর্কিত আরও খবর