প্রান্তিক সম্প্রদায়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সাকমিডের উদ্যোগ

, জাতীয়

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2024-11-15 15:03:03

বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশের নারী ও অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীর ডিজিটাল নিরাপত্তা বাড়াতে নতুন প্রকল্প গ্রহণ করেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)।

প্রকল্পটি অনলাইন হয়রানি এবং ভুল তথ্যের ক্রমবর্ধমান ঝুঁকির বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই প্রকল্পটির মূল লক্ষ্য হলো ডিজিটাল মিডিয়া ব্যবহারকারীদের, বিশেষ করে নারী ও অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীকে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা।

প্রকল্পটি কুমিল্লা, সিরাজগঞ্জ এবং খুলনা জেলায় বাস্তবায়িত হবে। এর আগে ঢাকা, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ায় সফলভাবে এই ধরনের প্রকল্প বাস্তবায়িত করেছে সংগঠনটি।

এই প্রকল্প সম্পর্কে নেদারল্যান্ডসের দূতাবাসের মিশন প্রধান অ্যান্ড্রে কার্স্টেন্স জানান, বাংলাদেশে সকলের জন্য নারী সমতা এবং অভিব্যক্তি স্বাধীনতার প্রতি নেদারল্যান্ডস সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের নারী ও অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীকে ডিজিটাল জগতে নিরাপদভাবে অংশগ্রহণ করার সুযোগ করে দিবে আশাবাদী দূতাবাসটি।

এ সম্পর্কিত আরও খবর