লালমনিরহাট সীমান্তে ফেন্সিডিলসহ পিকআপ আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-10-31 16:08:09

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত থেকে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়ান ১৫ বিজিবি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি ) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিলসহ একটি পিকআপ আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি ) অধীনস্থ কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ মালগাড়া নামক এলাকা দিয়ে কয়েকজন জন মাদক পাচারকারী পিকআপ যোগে মাদক পাচার করবে।

উক্ত সংবাদের ভিত্তিতে লোহাকুচি বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বুধবার ভোর ৪ টার দিকে সীমান্তের মেইন পিলার ৯১৮ হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালগাড়া এলাকায় রাস্তার পাশে ওৎ পেতে থাকে। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে বিজিবি টহলদল দেখতে পায় একটি পিকআপ যোগে কয়েকজন মাদক চোরা কারবারি আসছে। তা দেখতে পেয়ে পিকআপ আটক করলে চোরা কারবারিরা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট (১৫বিজিবি)র' পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি বলেন, ঘটনার প্রেক্ষিতে ৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং পিকআপ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে চোরাচালান রোধে আমরা সব সময় কঠোর অবস্থানে রয়েছি।

এ সম্পর্কিত আরও খবর