পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ/ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ/ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১০ জন জেলেকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও, ১৮ জন জেলেকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে আগুনমুখা, দাঁড়চিড়া ও তেঁতুলিয়া নদী থেকে ৭০ কেজি মা ইলিশ এবং প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (৩০ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, গলাচিপা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয় এবং নিষিদ্ধ জালগুলো উলানিয়া বন্দরের কাছে ধ্বংস করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানিয়েছেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন