স্পিকারের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে আইন উপদেষ্টা
স্পিকারের পদ শূন্য থাকায় আর্থিক ও প্রশাসনিক কাজ আইন উপদেষ্টা আসিফ নজরুল দেখভাল করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিভিন্ন প্রজেক্টের গাড়ি কেনার একটা সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয়কে বলা হয়েছে খুব সময়ের মধ্যে জানাতে তাদের কয়টা গাড়ি আছে, আরও গাড়িগুলোর কি অবস্থা এবং সেগুলোর বয়স কত।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে মেয়েদের ফুটবল টিমকে অভিনন্দন জানানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ এসেছে তারা দুই মাস বেতন পাচ্ছে না। এই সমস্যাটা সালাউদ্দিনের আমলের। আমরা খুব দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছি। মেয়েদের এবং ছেলেদের বেতন নিয়ে যে বৈষম্য সেটা নিয়েও কথা হচ্ছে বিসিবি ও বিএফএফ এর সাথে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা জায়গা নির্ধারণ করা হবে যাতে সেখানে তাদের প্রশাসনিক কাজগুলো করা যায়। তাদের বিষয়টা আলাদা দেখা হবে। আলাদা রেজিস্ট্রার থাকবে, আলাদা ডেডিকেটেড অফিস থাকবে। পুরো কাজগুলো করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড কমিশনের সঙ্গে কথা বলে।
শফিকুল আলম বলেন, বিকেলে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, শিল্প, সাইবার নিরাপত্তা, অভিবাসন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী টনি বার্ক এসেছিলেন। অস্ট্রেলিয়ায় এক লাখের মতো রেগুলার বাংলাদেশি আছেন। যাদের বড় অংশ একটা কনস্টিটিউশনে আছেন। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি চাইছেন দিল্লিতে যে ভিসা সেন্টার সেটা ঢাকাতে নিয়ে আসার জন্য। আরেকটা বিষয় হচ্ছে মাইগ্রেশন একটা বড় ইস্যু ছিল সেটা নিয়ে আলাপ হয়েছে।
১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনার খুঁজে বের করা হবে এবং নির্বাচন কমিশন হলেই নির্বাচনের কাজ শুরু হয়ে যাবে।