রাজশাহীর কৃষিপণ্য ঢাকায় আসবে ১.১৮ টাকায়

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2024-10-26 14:38:18

স্পেশাল ট্রেনে করে এই প্রথম নামে মাত্র খরচে রাজশাহী অঞ্চলের কৃষিপণ্য যাচ্ছে ঢাকার বাজারে। শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী রেল স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যায়।

এর আগে, এদিন সকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে এ ট্রেনের যাত্রা শুরু হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, মাঝপথে ১৩টি স্টেশনে কৃষকের উৎপাদিত শাক-সবজি ট্রেনে তোলা যাবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে রেলওয়ে এমন উদ্যোগ নিয়েছে।

রেলওয়ের পাকশী বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম জানিয়েছেন, নামেমাত্র খরচে এ অঞ্চলের কৃষিপণ্য পরিবহনে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এই স্পেশাল ট্রেনে দুধ, ডিম বা মাছ, মাংসও পরিহনের করা যাবে। এজন্য সংযোজন করা হয়েছে এসি ল্যাগেজ ভ্যান বা মালগাড়ি।

রহনপুর রেলস্টেশন থেকে প্রতি কেজি কৃষিপণ্য ঢাকায় পাঠাতে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে কেজি দরে এই খরচ লাগবে ১ টাকা ১৮ পয়সা।

এ সম্পর্কিত আরও খবর