মধ্যরাতে মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩৮

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-10-21 16:51:31

চট্টগ্রাম নগরীর জামালখানে গত শুক্রবার (১৮ অক্টোবর) মধ্যরাতে মুখোশ পরে ঝটিকা মিছিল করার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। নগর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জামালখানের সেই মিছিলে অংশগ্রহণকারীরাও আছেন।

চট্টগ্রাম নগর পুলিশের একটি সূত্র জানায়, বিশেষ অভিযানে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী, শেখ হাসিনার সরকার পতন পরবর্তী নাশকতা মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে। শনিবার থেকে রোববার রাত ১০টা পর্যন্ত নগরের ১৬ থানা এলাকা থেকে বিভিন্ন নাশকতার মামলার ৩৮ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে চট্টগ্রামের জামালখানে মধ্যরাতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার বিকেলে সেই আলটিমেটামের সময় শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মিছিলকারীদের গ্রেফতারে পুলিশ ব্যর্থ হলে নগরের তিন থানা কোতোয়ালি, চকবাজার ও পাঁচলাইশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পদত্যাগ দাবির পাশাপাশি খোদ পুলিশ কমিশনারকে প্রত্যাহারের দাবিও জানিয়েছিলেন সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন রাকিবুল ইসলাম, ইমরান হায়দার, মহিউদ্দিন ওরফে মাঈনুদ্দিন, বাচ্চু মিয়া, বেলাল হোসেন আজাদ, সাইমন ও টুটুল। তাঁদের মধ্যে প্রথম চারজন গত শুক্রবার মধ্যরাতে জামালখান এলাকায় মিছিলে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ‘চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ। তিন বলেন, আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পুলিশ প্রশাসন সবাইকে গ্রেফতার করতে পারেনি। এক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করব।

এ সম্পর্কিত আরও খবর