দেশে ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-30 11:15:57

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে ৮৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। ৪ জানুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করবেন তারা। এর আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

নিয়োগ পাওয়া এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি দেখার পাশাপাশি দায়িত্ব পাওয়া নির্বাচনী এলাকার অপরাধ প্রতিরোধ, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মোবাইল কোর্ট এবং স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দিকনির্দেশনা দেবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

এ সম্পর্কিত আরও খবর