শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যার মামলা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-21 17:52:28

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর ১৯ নম্বর গোল চত্বরে গুলিতে ফিরোজ তালুকদার হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধরী আব্দুল্লাহ আল মামুন।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সন্ধ্যা ৬টায় আসামিদের নির্দেশে হেলিকপ্টার থেকে ছোঁড়া র‌্যাবের গুলিতে ফিরোজ তালুকদার মারা যান।

এ সম্পর্কিত আরও খবর