রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-12 15:01:31

রাজধানীর ভাটারা থানার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানসহ ৪ জনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল আজিজ, মোশারফ হোসেন স্বপন ও হেলাল উদ্দিন।

দণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক মাস কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ১৬ আসামিকে খালাস খালাস দেওয়া হয়েছে।

আসামিরা সবাই পলাতক আছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ সেলিম রেজা রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর রাত সোয়া আটটার দিকে বিএনপি-জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ভাটারা থানাধীন ফাঁসেরটেক এলাকায় বেআইনি সমাবেশ করে আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জানমালের ক্ষতি করার উদ্দেশ্য গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

এমন অভিযোগে ভাটারা থানার এসআই নাজমুল হুদা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন। মামলার বিচার চলাকালে আদালত ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর