ইসলামি ব্যাংকিং বিষয়ে মতবিনিময়

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 02:40:30

ইসলামি ব্যংকিং বিষয়ে অভিজ্ঞ ও দেশি-বিদেশি ইসলামি স্কলারদের সঙ্গে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি)-এর উদ্যোগে ইসলামি ব্যাংকিং বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কাকরাইলস্থ বোর্ড মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ।

অনুষ্ঠানের অতিথি ছিলেন, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ বিক্রমপুরী, সাবেক সচিব শাহ আব্দুল হান্নান, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম. আযীযুল হক এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম।

এ ছাড়াও বিদেশি অতিথি ছিলেন ব্রিটেনের ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল অ্যাডভাইজরির সিইও ও উইম্যান ইন ইসলামিক ফিন্যান্স অর উইম্যানির কো-ফাউন্ডার ড. সোফিজা আজমী।

মতবিনিময় সভায় সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সদস্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ড. সোফিজা আজমী বলেন, ইসলামি ব্যাংকিংয়ের বিকাশের লক্ষ্যে ফিনটেকের ওপর জোর দিতে হবে। এ ছাড়া নারী ও তরুণ প্রজন্মের চাহিদার প্রতি গুরুত্বারোপ করতে হবে। জ্ঞানের সঙ্গে বিশ্বাসের সমন্বয় থাকতে হবে।

এ সম্পর্কিত আরও খবর