মসজিদে নববিতে শিশু শিক্ষার আসরগুলো আমুদকে (পিলার) কেন্দ্র করে গড়ে ওঠে।
মসজিদে নববির শত শত পিলারকে কেন্দ্র করে শত শত উস্তাদের শিক্ষার আসর। হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতি মুখরিত করে রাখে গোটা মসজিদের পূর্ব-পশ্চিম-দক্ষিণ অংশ।
বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের হালাকা (আসর)। কেউ কায়দা খুলে বসেছে। কেউ আম্মাপাড়া পড়ছে। কেউ কোরআন মাজিদ পড়ছে। কেউ হেফজ করছে। কোথাও আবার বিভিন্ন দোয়ার তালিম বা ভিন্ন বিষয়ে পড়ানো হচ্ছে। এখানেই নিয়মতান্ত্রিকভাবে সরকারি কারিকুলামে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে।
এভাবেই এখানে মদিনার শিশুদের শিক্ষার হাতেখড়ি হয়। মজার বিষয় হলো, অনেক পরিবার সাত দিনের জন্য মদিনায় আসলেও তার সন্তানদের এখানে ভর্তি করিয়ে দেন।
তাদের কথা, যে কয়দিন মদিনার মাটিতে থাকবে, শিক্ষার্থী হিসেবে নবীর মসজিদে তার নাম লেখা থাকবে।