ভারতে লকডাউন বাড়ছে আরো ২ সপ্তাহ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 20:22:39

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ভারতে চলমান লকডাউনের মেয়াদ দুই সপ্তাহ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হতে পারে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১১ এপ্রিল) দেশটির ১৩ মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এই সংকেত দেন।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার এক এক টুইট বার্তায় বলেন, কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তিনি করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনের সময় বাড়াবেন বলে জানিয়েছেন। লকডাউন থাকায় অনেক উন্নত দেশের তুলনায় আমাদের অবস্থান ভালো। লকডাউন তুলে নিলে আমাদের এখন পর্যন্ত পাওয়া সব অর্জন বৃথা যাবে। তাই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে করোনার বিস্তার ঠেকাতে মার্চের শেষের দিক থেকে শুরু করে ১৪ এপ্রিল পর্যন্ত দেশটিতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন। মোট প্রাণহানির সংখ্যা ২৭৩। সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটির মহারাষ্ট্র প্রদেশে।

এ সম্পর্কিত আরও খবর