যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ ঘোষণা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 07:59:11

অপ্রয়োজনীয় জনসমাগমস্থল ঠেকাতে কানাডার সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৮ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় এ কথা জানিয়েছেন।

টুইটবার্তায় তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সীমান্ত বন্ধ করা হয়েছে। অপ্রয়োজনীয় জনসমাগমস্থল এড়াতে সাময়িকভাবে এই সীমান্ত বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত বন্ধের ফলে দুই দেশের মধ্যে কোনো ধরনের বাণিজ্য সমস্যা হবে না।

এদিকে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে এক দেশের সঙ্গে আরেক দেশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এই ভাইরাসে সংক্রামিত হয়ে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ মারা গেছে।

এ সম্পর্কিত আরও খবর