হামলার পর কী বললেন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 10:36:42

ইরাকে মার্কিন প্লেন ঘাঁটিতে হামলার পরেই এ সম্পর্কিত ব্যাপার নিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) ৯টা ৪৫ মিনিটে টুইট করেন ট্রাম্প।

ট্রাম্প তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানায়, ইরাকে অবস্থিত মার্কিন প্লেন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এখন পর্যন্ত সবাই ভালো আছে।

ডোনাল্ড ট্রাম্প আরও জানান, আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সজ্জিত সামরিক বাহিনী রয়েছে। আর আগামীকাল সকালে আমি বিবৃতি দেবো।

ট্রাম্পের টুইট

এর আগে ইরাকে দুই মার্কিন প্লেন ঘাঁটিতে একডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। মঙ্গলবার গভীর রাতে এই হামলা চালায় তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় দেশটির রেভল্যুশনারি গার্ড আইন আল-আসাদ প্লেন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া ইরবিল বিমানবন্দরের নিকটে আরেকটি প্লেন ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।

এদিকে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন: ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

                 মার্কিন ঘাঁটিতে হামলার পর অস্থির তেলের বাজার

এ সম্পর্কিত আরও খবর