যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২০ জানুয়ারি) ক্যাপিটল রোটান্ডা ভবনে আমন্ত্রিত অতিথিদের সামনে শপথ নিয়েছেন তিনি।
এসময় ক্যাপিটল রোটান্ডা ভবনে বিভিন্ন দেশের রাজনৈতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের অনুষ্ঠানে জো বাইডেন ও কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকালে চার্চে গিয়ে অভিষেকের দিনের শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী।
এরপর জো বাইডেনের চায়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। সেখান থেকে ক্যাপিটল রোটান্ডায় গিয়ে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।