ট্রাম্পের নতুন অভিষেক দুপুরে, ভিড় বাড়ছে ক্যাপিটল হিলে

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-20 21:13:33

ভোরের আলো তখনও ফোটেনি পুরোপুরি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি'র মূলকেন্দ্র ক্যাপিটল হিল তখনই জেগে উঠেছে। শত শত মানুষ দুরে কোথাও পার্কিং লটে গাড়ি পার্ক করে আলো-আঁধারিতেই এসে ভিড় করছিলেন ক্যাপিটল হিলে। তারা এসেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে অংশ নিতে। অভিষেক দুপুরে। তবে তার আগেই এসেছেন নিজের স্থানটুকু নিশ্চিত করতে।

ট্রাম্পের এবারের অভিষেকে যোগ দিচ্ছেন বিশ্বের সেরা তিন ধনী ব্যক্তি। থাকছেন বিদেশি অতিথিবর্গ। টেক জগতের জায়ান্টরা। বেশ কয়েকজন সাবেক প্রেসিডেন্ট এবং একগাঁদা শিল্পী কলা-কুশলী।

তবে হঠাৎ করে অভিষেক স্থান পরিবর্তন করায় ভিতরে বসার স্থান কিভাবে সাজানো হয়েছে সে ব্যাপারে স্পষ্ট তথ্য মেলেনি। ক্যাপিটল রোটান্ডায় অনুষ্ঠিত হবে এই অভিষেক। সেখানে মাত্র ৬০০ জনের বসার আসন রয়েছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকালেই যান চার্চে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় স্ত্রী মেলানিয়াকে নিয়ে সেন্ট জনস চার্চে ঢোকেন তিনি। অভিষেক পূর্ব প্রার্থনা সেরে নিতেই চার্চে গেলেন ট্রাম্প।

সাধারণত নতুন প্রেসিডেন্টের অভিষেক ক্যাপিটল হিলের বাইরে হয় এবং সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়। এবারে আয়োজনটি প্রাথমিকভাবে করা হচ্ছিলো হোয়াইট হাউসের বাইরে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বাঁধ সাধে। ফলে ধারণা করা হচ্ছিলো এই দিন তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি ফারেনহাইটে নামতে পারে। সে কারণেই অভিষেক অনুষ্ঠানস্থল নিয়ে যাওয়া হলো ক্যাপিটল হিলের ভিতরে।

তবে আবহাওয়া সত্যিই খেল দেখালো। ভোর সাতটার দিকেও মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রা থাকলেও ৮টার দিকে তা বাড়তে শুরু করে। সূর্য ওঠার সাথে সাথে তা বাড়ছেই এবং দুপুর নাগাদ আগের পূর্বাভাসকে ঠিক উল্টো প্রমাণ করে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে বলে দেখাচ্ছে বর্তমান পূর্বাভাস।


অভিষেক টাইমলাইন

অভিষেক অনুষ্ঠান শুরু: স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে
ট্রাম্পকে মঞ্চে দেখা যাবে: সকাল ১১টা ১৫ মিনিটে
শপথ পাঠ: ১১ টা ৪৭ মিনিটে
ট্রাম্পের ভাষণ শুরু: ১১টা ৫৩ মিনিটে।
জাতীয় সঙ্গীত পরিবেশনা: দুপুর ১টা


এদিকে ট্রাম্পের সমর্থকরা এরই মধ্যে ক্যাপিটল ওয়ান এরেনাতে তাদের আসন নিয়ে বসে পড়েছেন। ট্রাম্প তার অভিষেকের পর এখানেই তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ক্যাপিটল হিল থেকে মাইল খানেক দূরে সেখানে এরই মধ্যে শত শত সমর্থক ভিড় করেছেন।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড জন ট্রাম্প। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি জারি করবেন কয়েক ডজন নির্বাহী আদেশ। আর বাতিল করবেন প্রেসিডেন্ট জো বাইডেনের অনেক নির্বাহী আদেশ। কেউ বলছে প্রায় এক শ' কেউ বলছে ৫০টিরও বেশি। তবে কয়েক ডজন নির্বাহী আদেশ যে বাতিল হতে যাচ্ছে তাতে সন্দেহমাত্র নেই। কারণ এ ব্যাপারে সামান্য রাখঢাকও রাখেন নি ডোনাল্ড ট্রাম্প।

৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। এর আগে জো বাইডেন যখন তার শপথ নেন তিনি সে সময় ট্রাম্পের বর্তমান বয়সের চেয়ে ৫ মাস ছোট ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডেভিড ভেন্স। ৪০ বছর বয়সী ভেন্স যুক্তরাষ্ট্রের ৫০তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। আর এই পদে তিনি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের তৃতীয় কনিষ্ঠতম ব্যক্তি।

রিপাবলিকান দলের ইতিহাসে একবার নির্বাচনে হেরে যাওয়ারর পর দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়া দ্বিতীয় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। এর আগে উনবিংশ শতাব্দীতে গ্রোভার ক্লিভল্যান্ড একবার এভাবে দ্বিতীয় দফায় হোয়াইট হাউজে এসেছিলেন।

চার বছর আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় জো বাইডেনের সঙ্গে যা করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবার তা করছেন না জো বাইডেন। রেওয়াজ মেনে তিনি যোগ দিচ্ছেন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে। থাকছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। তবে ট্রাম্পের মতো একটি চিঠি বাইডেনও রেখে যাচ্ছেন ওভাল অফিসের টেবিলে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রীকভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যেই বাইডেন-হ্যারিস থাকছেন নতুন প্রেসিডেন্টের শপথে। আর অনুষ্ঠান শেখ হলেই তারা দায়িত্ব থেকে সরে যাবেন। ত্যাগ করবেন হোয়াইট হাউস ও ক্যাপিটল হিল।

এ সম্পর্কিত আরও খবর