আফগানিস্তানে তালেবান সরকারের মেয়ে ও নারীদের প্রতি দমনমূলক নীতিকে চ্যালেঞ্জ জানাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী এবং শান্তিতে নোবেলজয়ী নারী মালালা ইউসুফজাই।
ইসলামিক দেশগুলোতে মেয়েদের শিক্ষা নিয়ে পাকিস্তানে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, "সোজা কথায় বলতে গেলে, আফগানিস্তানের তালেবানরা নারীদেরকে মানুষ হিসেবে দেখে না।"
মুসলিম নেতাদের উদ্দেশে তিনি বলেন, তালেবান সরকার নারীদের শিক্ষায় যেভাবে বাধা দিচ্ছে তার কিছুই তালেবানের যেসব নীতি রয়েছে তার মধ্যে “ইসলামিক কিছুই নেই”।
এর আগে গত শনিবার নিজ দেশ পাকিস্তানে পৌঁছে তিনি বলেছেন, "পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত, আনন্দিত ও অভিভূত।"
উল্লেখ্য, ২০১২ সালে তিনি স্কুলে পড়ার সময় পাকিস্তানের তালেবান জঙ্গিরা তার স্কুলবাসের ভেতর তাকে গুলি করেছিলো। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে প্রাণনাশের ভয় থাকায় হাতেগোনা দু-একবার পাকিস্তানে গিয়েছেন।