চীনে খাদ্য বাজারে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা ২৪.কম | 2025-01-04 16:54:28

উত্তর চীনের ঝাংজিয়াকু-এর লিগুয়াং মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৪ জানুয়ারি) সকালে আগুন লাগার পর স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ ।

শনিবার (৪ জানুয়ারি) চীনের সিনহুয়া নিউজ এজেন্সির বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, চীনের অনেক ঐতিহ্যবাহী খাবারের বাজারের মতো লিগুয়াং মার্কেট একটি গুরুত্বপূর্ণ মার্কেট। সাশ্রয়ী মূল্যের খাবার খুঁজতে ক্রেতাদের এখানে ভিড় লেগে থাকে। এই ধরনের বাজার, কর্মকাণ্ডে ব্যস্ত থাকাকালীন, আগুনের ঝুঁকির ঝুঁকিতেও থাকতে পারে।
খাবারের মার্কেট হওয়ার কারনে গ্যাস সিলিন্ডার ও গ্যাসের আন্ডারগ্রাউন্ড পাইপলাইন, কাঠকয়লার মতো জিনিসগুলো আগুনের ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলে।

চীনে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অপরিকল্পিত ভবনের নকশা এবং কর্মস্থলের নিরাপত্তা জোরদার না থাকাকে ঘন ঘন অগ্নিকান্ডের জন্য দায়ী করা হয়। গত বছরের অক্টোবরে দেশটির চেংডু অঞ্চলে আগুন লেগে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে গত জুলাই মাসে দক্ষিণ-পশ্চিম চীনের জিগং-এ একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর