ইরানে হোয়াটসঅ্যাপ, গুগল প্লে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-25 17:21:54

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-র ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে ইরানের কর্তৃপক্ষ। দেশটির সুপ্রিম কাউন্সিল অফ সাইবারস্পেসের এক বৈঠকে সদস্যরা হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে সহ বহুল ব্যবহৃত বিদেশী প্ল্যাটফর্মগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন। উল্লেখ্য, গত দুই বছর ধরে দেশটিতে হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে নিষিদ্ধ ছিলো। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির সংবাদব সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানায়, মঙ্গলবার রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে তিনটি শাখার প্রধান, মন্ত্রী এবং অন্যান্য কাউন্সিল সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সেই আলোচনায় সবাই হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-র ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠিয়ে নেওয়ার বিষয়ে একমতে পৌঁছান।

যদিও গত জুলাই মাসে পেজেশকিয়ান ক্ষমতা গ্রহণের পর দীর্ঘদিন থেকে চলমান ইন্টারনেটের ওপর বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বৈঠকের পরে দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমি এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, "আজ, আমরা ঐক্য এবং সহযোগিতার মাধ্যমে ইন্টারনেটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রথম পদক্ষেপ নিয়েছি। এমন একটি সিদ্ধান্তের জন্য আমি রাষ্ট্রপতি, আমার সহকর্মী ও গণমাধ্যমকর্মীদেরকে তাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের এই ঐক্যমত আগের থেকে বেশি প্রয়োজন এবং আমরা সেটি অব্যাহত রেখেছি।"

তবে সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।  

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। সেই প্রেক্ষাপটেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দিয়েছিলো ইরান। কিন্তু এতেও ইরানে হোয়াটস্অ্যাপ বা অন্য সামাজিকমাধ্যম ব্যবহার বন্ধ করা যায়নি। প্রযুক্তিগত দিক থেকে পারদর্শী ইরানিরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে অনায়াসেই এসব ব্যবহার করতেন।

এদিকে এমন সিদ্ধান্তের ওপর আপত্তি তুলেছেন বিরোধীরা। সংস্কারবাদী সংবাদমাধ্যম শার্ঘ দৈনিক এক প্রতিবেদনে জানায়, ইরানের ২৯০ সদস্যের সংসদের ১৩৬ জন সদস্য এমন সিদ্ধান্তকে 'ইন্টারনেট সুরক্ষার জন্য দায়ী' উল্লেখ করে শীর্ষ কাউন্সিলের কাছে একটি চিঠি পাঠিয়েছে।

ওই চিঠিতে, হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে-র ওপর থেকে সরকারের নিষেধাজ্ঞা ওঠিয়ে নেওয়ার পদক্ষেপটি "ইরানের শত্রুদের জন্য একটি উপহার" হবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দেশটিতে ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইউটিউব সহ বেশ কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা ছিলো। ২০২২ সালের সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পরে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। পরে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে নিষেধাজ্ঞা আরোপ করে ইরান সরকার।

এ সম্পর্কিত আরও খবর