হিজবুল্লাহর অস্ত্র কারখানার ওপর হামলার দাবি ইসরায়েলের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-27 13:08:57

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা লেবাননের রাজধানী বৈরুত হিজবুল্লাহর অস্ত্র তৈরি কারখানার ওপর হামলা চালিয়েছে। এছাড়া অস্ত্রের গুদাম ও মেরামত করার ওয়ার্কশপেরও ওপর হামলা করেছে বলে জানানো হয়।

রোববার (২৭ অক্টোবর) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

খবরে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ বৈরুতে ইরানসমর্থিত হিজবুল্লাহর অস্ত্র তৈরি কারখানার ওপর শনিবার রাতভর হামলা করেছে। এছাড়া হিজবুল্লাহর অস্ত্রের গুদাম ও মেরামতের ওয়ার্কশপেরও হামলা করেছে।

আইডিএফ জানায়, হামলার আগে তারা বৈরুতের ৩টি ভবন থেকে সবাইকে সরে যেতে নির্দেশ দেয়। এরপর তারা সেখানে ড্রোন হামলা চালায়।

এর আগের দিন ইসরায়েলের এয়ার ফোর্স ১শ ২০টি টার্গেটে হামলা করে ৭০ জন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করার দাবি করেছে বলে আইডিএফ দাবি করেছে।
তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে, কাতারভিত্তিক আলজাজিরা জানায়, ইসরায়েল উত্তর গাজার বেইট লাহিয়া এলাকায় হামলা চালিয়ে অন্তত ৪৫ জনকে হত্যা করেছে।

এ হামলার পর দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়ে বলেছে, গাজা উপত্যকায় নির্মমভাবে মানুষ হত্যা বন্ধে উদ্যোগ গ্রহণ করতে।

এ সম্পর্কিত আরও খবর