ইসরায়েলি হামলার নিন্দা জানাতে নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান ইরানের

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-27 13:00:55

ইসরায়েলি হামলার নিন্দা জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে অধিবেশন আহ্বান করতে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

রোববার (২৭ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে আব্বাস আরাগচি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কিছু দেশের উপস্থিতিতে নিরাপত্তা পরিষদ থেকে এ যুদ্ধ বন্ধে কোন সিদ্ধান্ত আসবে সেটা আমরা আশা করি না। তারপরও আমরা চাই ইসরায়েলের এ হামলার নিন্দা জানাতে নিরাপত্তা পরিষদে একটি অধিবেশন প্রয়োজন।"

এদিকে তেহরানের শীর্ষ কূটনীতিকরা বলেছেন, বৈঠকটি ইরান এবং এই অঞ্চলে ইরানকে সমর্থন দেয়া দেশগুলোর জন্য একটি ভালো সুযোগ তৈরি করবে। এতে ইসরায়েলের নিন্দা করা ইরানের মিত্রদেশগুলোর অবস্থান আরও জোরালো হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র তার সব ক্ষমতা দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে। তারাও এই অপরাধের অংশীদার। কারণ তারা ইহুদিবাদী শাসকদের বিমান বাহিনীকে একটি বিমান করিডোর দিয়েছিল।" 

সবশেষ হামলায় "আমেরিকানদের অংশগ্রহণ আমাদের জন্য স্পষ্ট" বলেও উল্লেখ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর