আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক গাড়িবোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
হতাহতরা এ সময় টেলিভিশনের পর্দায় ইউরো-২০২৪ ফুটবল দেখছিলেন।
স্থানীয় সময় রোববার (১৪ জুলাই) রাতে ইউরো-২০২৪ ফুটবল খেলার সময় একটি ক্যাফেটরিয়ার সামনে এ গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
সোমবার (১৬ জুলাই) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়। খবরে বলা হয়, আল-শাবাবের সঙ্গে যুক্ত একটি রেডিওর খবরে এ হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি।
ঘটনার সময় এ ক্যাফেটোরিয়ায় নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মচারীরা টেলিভিশনের পর্দায় ফুটবেলা খেলা দেখছিলেন।
সোমালিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, গাড়িবোমা হামলার ঘটনায় মোট ৯ জন নিহত হয়েছেন। যদিও এর আগে রোববার রাতের শেষদিকে কর্তৃপক্ষ ৫ জনের নিহতের কথা জানিয়েছিল।
মোহাম্মদ ইউনুস আরো জানান, হামলার পর অনেকেই মই বেয়ে এবং কেউ কেউ ক্যাফেটোরিয়ার পেছন থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যান। ফলে আরো প্রাণহানির হাত থেকে রক্ষা পায়।
হামলার পর পরই গাড়ি থেকে ব্যাপক আগুনের স্ফূলিঙ্গ ছুটতে দেখা যায়।