জোটের শরিকদের উদ্দেশ্য বুঝতে পারছে না কংগ্রেস!

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-13 22:30:03

ভারতের পশ্চিমবঙ্গ এবং নয়াদিল্লিতে আসন রফা নিয়ে আলোচনায় একটু দেরিই করে ফেলেছে স্বীকার করলো কংগ্রেস। তবে একই সঙ্গে তাদের বক্তব্য, জোটের শরিকদের আসল উদ্দেশ্য কী, তা বুঝতে পারছে না তারা।

এনডিটিভি জানিয়েছে, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে শাসকদল তৃণমূল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, কংগ্রেসকে একটিও আসন না ছাড়া হবে না। কারণ হিসাবে কংগ্রেসের আসনরফা নিয়ে সিদ্ধান্তহীনতাকেই দায়ী করেছেন তিনি। মমতার সেই অভিযোগই মঙ্গলবার মেনে নিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের মুখপাত্র তথা প্রবীণ নেতা জয়রাম রমেশ বলেন, ‘আসন নিয়ে সিদ্ধান্ত আরও একটু আগে নেওয়া গেলেই ভাল হতো!’

পশ্চিমবঙ্গ থেকে খালি হাতে ফেরার পর পাঞ্জাবেও ধাক্কা খেয়েছে কংগ্রেস। দিল্লির শাসকদল আম আদমি পার্টি (আপ) জানিয়েছে, তারা একাই লড়বে পাঞ্জাবে। এর পরে মঙ্গলবার দিল্লিতেও আপের কাছে লোকসভা নির্বাচনে মাত্র একটি আসন পেয়েছে কংগ্রেস।

মোট সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি কংগ্রেসকে ছেড়ে আপ বলেছে, ‘কংগ্রেস ওই একটি আসনও পাওয়ার যোগ্য নয়।’

এরপরেই কংগ্রেসের মুখপাত্র জয়রাম বলেছেন, ‘আমি মানছি, আমাদের সামান্য দেরি হয়েছে। কিন্তু, এই কাজটিও সহজ নয়। জাতীয় স্তরে আমরা জোটসঙ্গী হলেও কিছু কিছু রাজ্যে আমরা কিছু জোটসঙ্গীর বিরুদ্ধে লড়ছি। দিল্লি এবং পাঞ্জাবের বিষয়টা তেমনই।’

ব্যাখ্যা করে কংগ্রেস বলেছে, ‘জোট শরিক শিবসেনা, ডিএমকে, এনসিপি বা সমাজবাদী পার্টির সঙ্গে এমন সমস্যা হয়নি। কিন্তু, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে হয়েছে। এই রাজ্যগুলোতে আমরা আরও বেশি আসনে লড়তে চেয়েছি। শাসকদল আপ এবং তৃণমূলও তাই চেয়েছে। তবে আমরা আশাবাদী যে, একটা মধ্যপন্থা দ্রুত বেরিয়ে আসবে। আসনরফা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারব আমরা।’

প্রসঙ্গত, কংগ্রেসের হাত ছেড়ে রাজ্যে লোকসভা ভোটে একলা চলার সিদ্ধান্ত ঘোষণার আগে মমতা বলেছিলেন, ‘কংগ্রেসকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল আসনরফার জন্য। কিন্তু কংগ্রেস সে ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হতে পারেনি বলেই তৃণমূল বাংলায় একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

কংগ্রেস তখনও বলেছিল, ‘আশা করি তৃণমূল এখনও বিজেপির বিরুদ্ধেই লড়ছে।’

ক্ষোভপ্রকাশ করে রমেশ বলেছেন, ‘আমার মনে হয় জোটের লক্ষ্য মোদি হটাও নয়, বরং এদের স্লোগান কংগ্রেস কো ঘটাও।’

এ সম্পর্কিত আরও খবর