৫২ বছর পর সিংহাসন ছাড়ছেন ডেনমার্কের রানী

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-01 15:36:49

দীর্ঘ ৫২ বছর রাজত্ব করার পর সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গারেটা। আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তিনি সিংহাসন ত্যাগ করবেন।

সোমবার (১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে সবচেয়ে দীর্ঘ সময় রানী হিসেবে শাসন করেছেন রানী মার্গারেটা। বর্তমানে তার বয়স ৮৩ বছর। ১৯৭২ সালে রাজা ফ্রেডেরিক চারের মৃত্যুর পর তার মেয়ে দ্বিতীয় মার্গারেটা দেশ শাসনের দায়িত্ব নেন।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, 'আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের হাতে সিংহাসনের দায়িত্ব ছেড়ে দিচ্ছি।' 

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তার দেহে অস্ত্রোপচার হয়। এরই প্রেক্ষিতে ২০২৪ এর শুরুতে তিনি সিংহাসন ত্যাগ করার ঘোষণা দেন।

ভাষণে তিনি বলেন, 'সেই অস্ত্রোপচার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনাকে বাড়িয়ে দিয়েছিল, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্বভার অর্পণ করার সময় এসে গেছে কি না তা নিয়ে ভাবনায় ছিলাম।'

রানী আরও বলেন, 'আমি মনস্থির করেছি যে এটাই উপযুক্ত সময়। আমার পরমপ্রিয় বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর ২০২৪ সালের ১৪ জানুয়ারি আমি ডেনমার্কের রানীর পদ থেকে সরে দাঁড়াবো।'

পরে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন এক বিবৃতিতে রানি মার্গারেটার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি রানীকে তার শাসনামলের জন্য ধন্যবাদ জানান।

এ সম্পর্কিত আরও খবর