যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন ঋষি সুনাক

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-13 15:54:11

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে সোমবার (১৩ নভেম্বর) বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

দেশটির একটি সরকারি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনিপন্থী মিছিলে পুলিশের পরিচালনার সমালোচনা করার পরে সরকারে ব্যাপক রদবদলের অংশ হিসাবেই বরখাস্ত করা হয়েছে তাকে।

এনডিটিভি জানিয়েছে, বিরোধী আইনপ্রণেতা এবং তার নিজস্ব শাসক কনজারভেটিভ পার্টির সদস্যদের চাপের মুখে পড়ে ব্র্যাভারম্যানের বিরুদ্ধে সুনাক অবস্থান নেন।

সান ট্যাবলয়েডের রাজনৈতিক সম্পাদক বলেছেন, ব্র্যাভারম্যানের স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি।

সুনাক তার মন্ত্রী পরিষদে রদবদল শুরু করার সঙ্গে সঙ্গে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ডাউনিং স্ট্রিটে হাঁটতে দেখা গেছে। যে কারণে, গুঞ্জন ছড়িয়েছে যে, তিনি সরকারে ফিরতে পারেন।

গত সপ্তাহে ব্র্যাভারম্যান পুলিশকে দ্বৈত মান অবলম্বন করার অভিযোগ এনে সুনাকের সমালোচনা করেছিলেন। কিন্তু, দেশটির বিরোধী দল লেবার পার্টি বলছে, তার মন্তব্যের কারণে গত শনিবার ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে।

ওই বিক্ষোভে ১৪০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

সুনাক তার মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন ঘটাবেন বলে আশা করা হচ্ছে।

পরিবর্তিত মন্ত্রীসভায় তিনি তার মিত্রদের নিয়ে আসবেন এবং কিছু মন্ত্রীকে সরিয়ে দেবেন বলে ধারণা করা হচ্ছে।

সুনাকের ডাউনিং স্ট্রিট অফিস জানিয়েছে, কিছু মন্ত্রী প্রত্যাশা অনুযায়ী কাজ করছেন না।

এ সম্পর্কিত আরও খবর