ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতা : ভ্লাদিমির পুতিন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-10 21:17:50

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার (১০ অক্টোবর) বলেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতা প্রদর্শণ করেছে।

পুতিন বলেন, ‘ফিলিস্তিনি স্বার্থ উপেক্ষা করে একচেটিয়া আলোচনার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র।’

রাশিয়া সফররত ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানীকে তিনি বলেন, ‘আমি মনে করি অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে, এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ।’

পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে একচেটিয়া করার চেষ্টা করেছে এবং প্রতিটি পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন সমঝোতাকে অবহেলা করেছে ওয়াশিংটন।’

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রয়োজনীয়তাসহ ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করেছে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি স্বাধীন রাষ্ট্র চায়।’

ক্রেমলিন এর আগে বলেছিল যে, তারা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের মধ্যে বিরোধ সমাধানে ভূমিকা পালন করতে চাইছে।

এদিকে, ইসরায়েলের উপর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের সহানুভূতি অগ্রহণযোগ্য বলে মঙ্গলবার মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

তিনি বলেন, ‘ইরানের সরাসরি সম্পৃক্ততা সম্পর্কে আমার কোনও মন্তব্য নেই। কারণ, ওই বিষয়ে আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রমাণ নেই। তবে এটা স্পষ্ট যে, ইসরায়েলে হামলার বিষয়ে ইরানী কর্তৃপক্ষের প্রকাশ্য মন্তব্যগুলো অগ্রহণযোগ্য ছিল।’

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘ওই হামলার পেছনে কে বা কারা আছে তা না জানা পর্যন্ত আমরা সতর্ক থাকব।’

এনডিটিভি জানিয়েছে, মাখোঁ ও স্কোলজ-উভয়েই তাদের বক্তব্যে নিজ ভূখণ্ডে হামলার বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের উপর জোর দেন।

মাখোঁ বলেন, ‘আমি আশা করি আগামী দিনগুলোতে নিজ ভূখণ্ডের বিরুদ্ধে যেকোনও হামলা বন্ধ করতে এবং জিম্মিদের মুক্ত করতে সক্ষম হবে ইরায়েল।’

ইসরায়েলে হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ইউরোপের ফিলিস্তিনিদের প্রতি আর্থিক সহায়তা বন্ধ করা উচিত কিনা-এমন প্রশ্নের জবাবে মাখোঁ বলেন, ‘বেসামরিক জনগণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় মানবিক অধিকারের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে মিলিয়ে ফেলা উচিত নয়।’

এ সম্পর্কিত আরও খবর