স্পেনের নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৬, আহত ৪

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-01 16:48:57

স্পেনের দক্ষিণ-পূর্বের শহর মুরসিয়ায় রবিবার (১ অক্টোবর) সকালে একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬ জন নিহত এবং চারজন আহত হয়েছে।

স্পেনের জরুরি পরিষেবা বিভাগের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে, দেশটির জরুরী পরিষেবাগুলো বলেছে, তাদের সর্বশেষ গণনায় ৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

তারা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় আগুন লাগে এবং খবর পেয়ে উদ্ধারকারীরা সেখানে পৌঁছে ভবনটিতে প্রবেশ করতে সক্ষম হয়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, তারা সকাল ৮টায় চারটি মৃতদেহ এবং তার প্রায় চল্লিশ মিনিট পরে আরও দুটি মৃতদেহ আবিষ্কার করেন।

আহত চারজন ৪ জনের মধ্যে ২২ বছর এবং ২৫ বছর বয়সি দুই নারী এবং ৪০ বছর বয়সি দুই পুরুষ রয়েছেন, যারা ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছেন।

জরুরী পরিষেবাগুলো কর্তৃক প্রকাশিত ছবি অনুসারে, টিয়েট্রি নামের ওই নাইটক্লাবে আগুন লেগেছিল, যাকে ফন্ডা মিলাগ্রসও বলা হয়।

ছবিগুলোতে দেখা যায় যে, ফায়ার সার্ভিসকর্মীরা ক্লাবের প্রবেশমুখ বরাবর পানি স্প্রে করছে।

এ সময় নাইটক্লাবটির ছাদ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

মুরসিয়া টাউন হল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘জরুরী পরিষেবাগুলো এখনও ট্রিয়েটি নাইটক্লাবের আগুন নেভানোর জন্য কঠোর পরিশ্রম করছে। ওই দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে অনুতপ্ত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর