‘কসোভোয় হামলার পরিকল্পনা করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট’

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-30 21:19:36

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক যুদ্ধ শুরুর লক্ষ্যে উত্তর কসোভোতে হামলার পরিকল্পনা করেছেন এবং নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি।

প্রসঙ্গত, প্রায় ৩০ জন ভারী অস্ত্রধারী সার্ব হামলাকারী গত রবিবার বানজস্কা গ্রামে হামলা চালায়। সার্বিয়ার ওই সশস্ত্র যোদ্ধারা অর্থোডক্স মঠে হামলা চালালে উভয় পক্ষের সংঘর্ষে কসোভোর এক পুলিশ এবং তিন সার্ব হামলাকারী নিহত হন।

কয়েক ঘন্টা পরে পুলিশ মঠটি পুনরুদ্ধার করে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

কসোভোর স্বরাষ্ট্রমন্ত্রী হেলাল ভেকলার মতে, সশস্ত্র হামলাকারীদের মধ্যে আহত ছয় সদস্যকে দক্ষিণ সার্বিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি হামলাকারীরা পালিয়ে গেছে।

আলবিন কুর্তি আল-জাজিরাকে বলেছেন, ‘বানজস্কায় সশস্ত্র হামলাকারীদের কাছ থেকে সার্বিয়ায় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা খোলা বাজারে পাওয়া যায় না। আমরা পাঁচ মিলিয়ন ইউরো মূল্যের গোলাবারুদ এবং অস্ত্র উদ্ধার করেছি, যার সবই সার্বিয়ার অস্ত্র কারখানায় তৈরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হ্যান্ড গ্রেনেড, মেশিনগান উদ্ধারের ঘটনায় এটা স্পষ্ট যে, সার্বিয়ার সেনাবাহিনী একটি আধাসামরিক বাহিনী গঠন করেছে।’

কুর্তি বলেন, ‘গত রবিবারের আক্রমণের চূড়ান্ত লক্ষ্য ছিল উত্তেজনা বাড়ানো। তারা চেয়েছিল আমাদের পুলিশ বানজস্কা মঠে প্রবেশ করুক, যাতে তারা সেই ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে। কিন্তু, এটি ঘটেনি কারণ আমাদের পুলিশ খুব শক্তিশালী এবং খুব পেশাদার। ফলে, হামলাকারীরা পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘তারা গত রবিবার যুদ্ধ শুরু করতে চেয়েছিল। এটি সর্বজনবিদিত যে, সারাজেভোতে কীভাবে যুদ্ধ শুরু হয়েছিল। আমরা খুব সতর্ক ছিলাম যাতে অনুরূপ কিছু না ঘটে। কিন্তু, আমি মনে করি তারা যুদ্ধের শুরু থেকেই যুগোস্লাভিয়ার সাবেক এই প্রজাতন্ত্রে যুদ্ধ পরিস্থিতির পুনরাবৃত্তি করতে চেয়েছিল।’

কুর্তি বলেন, ‘মিলান রাডোসিক নামের একজন শীর্ষস্থানীয় কসোভো সার্ব রাজনীতিবিদ শুক্রবার স্বীকার করেছেন যে, তিনি হামলার পরিকল্পনা করেছিলেন এবং বেলগ্রেড থেকে সামরিক সরঞ্জাম এবং প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তারা সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিকের কাছ থেকে রাজনৈতিক আদেশও পেয়েছিলেন।’

কসোভোর বেলগ্রেড সমর্থিত সার্ব রাজনৈতিক দল ‘সার্ব লিস্ট’-এর ভাইস প্রেসিডেন্ট রাডোসিক শুক্রবার তার অবস্থান থেকে পদত্যাগ করেন এবং আক্রমণটিকে কসোভো কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিরক্ষা অভিযান বলে অভিহিত করেন।

এ সম্পর্কিত আরও খবর