৫৩ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো নির্বাচনে হারলেন মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিবিদ ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
শনিবার (১৯ নভেম্বর) মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিজের আসন থেকে হেরে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। এ পরাজয়কে তার সাত দশকের রাজনৈতিক জীবনের ইতি হিসেবে দেখা হচ্ছে।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদ নিজের লংকাউয়ি আসনে চতুর্থ হয়েছেন।
এর আগে, রয়টার্সকে মাহাথির বলেছিলেন, তিনি নির্বাচনে হেরে গেলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।
এদিকে ভোট-পূর্ববর্তী জরিপের আভাসকে ছাপিয়ে এ পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোট পেরিকাতান এগিয়ে রয়েছে। এর পরেই রয়েছে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।