দূরপাল্লার রকেট পাঠিয়ে যুক্তরাষ্ট্র আগুনে ঘি ঢালছে: রাশিয়া

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 17:06:34

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র ‘আগুনে ঘি ঢালছে’ বলে অভিযোগ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (০২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

ইউক্রেনে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র বলে দাবি করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে আগুনে ঘি ঢালছে।

এই ধরনের অস্ত্র সরবরাহ শান্তি আলোচনা পুনরায় শুরু করায় বাধা তৈরি করবে বলে জানান তিনি।

এদিকে জার্মান সরকারও ইউক্রেনে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধের আরও অস্ত্র সরবরাহ করবে। যাতে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্টভাবে লক্ষ্যে আঘাত হানা যায়।

তিনি বলেন, আমরা ইউক্রেনকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল, স্টিংগার অ্যান্টিএয়ারক্রাফ্ট মিসাইল, শক্তিশালী আর্টিলারি এবং রকেট সিস্টেম, রাডার, মনুষ্যবিহীন আকাশযান, এমআই-১৭ হেলিকপ্টার এবং গোলাবারুদসহ উন্নত অস্ত্র সরবরাহ চালিয়ে যাব।

বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে এম ১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমও রয়েছে, যা রুশ হামলা মোকাবিলায় বেশ ‘গুরুত্বপূর্ণ’ বলে মাসখানেক আগে জানিয়েছিলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান।

এদিকে, ইউক্রেনে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ বিরোধ আরও বাড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

তিনি বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ ‘তৃতীয় দেশ’ কে সংঘাতে টেনে নেওয়ার ঝুঁকি বাড়িয়েছে।

এ সম্পর্কিত আরও খবর