রাশিয়ার অগ্রাধিকার ডনবাসের স্বাধীনতা: ল্যাভরভ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 16:59:20

ইউক্রেনের ডনবাস অঞ্চলের স্বাধীনতা মস্কোর কাছে শর্তহীন অগ্রাধিকার বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি আরও বলেন, ইউক্রেনের অন্য অঞ্চলগুলো তাদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে।

ফ্রান্সের টিএফ১ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সের্গেই ল্যাভরভ জানান, ডনবাসের গুরুত্বপূর্ণ শহরগুলো নিয়ন্ত্রণে নিতে হামলা জোরালো করেছে রাশিয়া। ডনেস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাস ইউক্রেনের ঐতিহ্যবাহী শিল্পএলাকা।

তিনি মস্কোর দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনে তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের তৎপরতার পরে প্রতিবেশীকে নিরস্ত্রীকরণ করা এবং এটির ‘নাৎসি’-অনুপ্রাণিত জাতীয়তাবাদ পরিষ্কার করা। কিয়েভ এবং পশ্চিমা দেশগুলি এই দাবিগুলোকে ভূমি দখলের ভিত্তিহীন অজুহাত হিসাবে দেখে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি পাঠ্য অনুসারে ল্যাভরভ বলেন, রাশিয়ান ফেডারেশনের কাছে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃত ডনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের স্বাধীনতা একটি নিঃশর্ত অগ্রাধিকার।

এ সম্পর্কিত আরও খবর