করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ায় প্রথম একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জন মারা গেছেন।
শুক্রবার (১৩ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একজনের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। আরও কয়েক হাজার মানুষের জ্বরে আক্রান্ত হয়েছেন।
জ্বরে আক্রান্ত ব্যক্তিদের বিচ্ছিন্ন করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উত্তর কোরিয়া বৃহস্পতিবার (১২ মে) প্রথমবারের মতো করোনার প্রাদুর্ভাবের কথা নিশ্চিত করে। এরপরই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে পিয়ংইয়ংয়ের ক্ষমতাসীন কিম জং উনের প্রশাসন।
উত্তর কোরিয়ার সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং শহরেই ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তবে সরকারি কর্মকর্তারা তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। কী করে তিনি ওমিক্রনে আক্রান্ত হলেন, সেটাও জানানো হয়নি।
কেএনসিএ আরও জানায়, গত দুই বছর ধরে উত্তর কোরিয়ার এমার্জেন্সি কোয়ারান্টিন ফ্রন্ট নিখুঁতভাবে কাজ করছিল। কিন্তু এবার করোনায় আক্রান্ত একজনের খোঁজ পাওয়া গেল। এটা দেশের সবচেয়ে বড় ঘটনা।