শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে।
বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে নিজ কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
দলীয় সূত্রের বরাত দিয়ে শ্রীলঙ্কার ডেইলি মিরর এসব কথা জানিয়েছে।
এর আগে, বুধবার (১১ মে) সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রনিল বিক্রমাসিংহে। সহিংস বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে গত সোমবার পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন তিনি।
মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগে স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রিসভা ভেঙে যায়। যার ফলে একটি প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়।
বিক্রমাসিংহে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অর্থনৈতিক সঙ্কটের কারণে সৃষ্ট সহিংসতার অবসান এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে। কারণ ৭৩ বছর বয়সী এই ইউএনপি নেতা ৪৫ বছর ধরে সংসদে আছেন। তার ব্যাপক আন্তর্জাতিক সংযোগ আছে এবং তাকে একজন দক্ষ আলোচক হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে দ্রুত রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা না হলে পদত্যাগের হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধানও।
আইনজীবী বিক্রমাসিংহে ১৯৭৭ সালে প্রথম আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি সরকারে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ১৯৯০ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।