শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শপথ নেবেন। তার দল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, বুধবার (১১ মে) সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা করেছেন বিক্রমাসিংহে।
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় তীব্র সহিংসতার পর প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপক্ষের বিতর্কিত পদত্যাগের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শপথ নেওয়ার পর বিক্রমাসিংহে কলম্বোর একটি মন্দির পরিদর্শন করবেন। তারপরে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।