শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বলেছেন, চলতি সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়োগ দেবেন।
বুধবার (১১ মে) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রেসিডেন্ট গোতাবায়ার অনুরোধে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তার ভাই মাহিন্দা রাজাপক্ষে। ওই ঘটনার মধ্য দিয়ে দেশটির বিদ্যমান মন্ত্রিসভার অবসান ঘটে।
রাজাপাকসে বলেন, তিনি সংসদকে আরও ক্ষমতা দেওয়ার জন্য সাংবিধানিক সংস্কার আনবেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে, দেশ যাতে অরাজকতার মধ্যে না পড়ে এবং সেই সঙ্গে স্থগিত সরকারের কার্যাবলি টিকিয়ে রাখতে আমি নতুন সরকার গঠনের পদক্ষেপ নিচ্ছি।
গত কয়েক সপ্তাহ ধরেই দেশটি তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সোমবার ব্যাপক সহিংস প্রতিবাদের পর কারফিউ জারি করা হয়েছে। সেনাসদস্য ও পুলিশকে কারফিউ লঙ্ঘনকারীদের ‘দেখামাত্র গুলি’ করার অনুমতি দেওয়া হয়েছে।