আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 18:08:35

অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (১১ মে) জেনিন শহরের কাছে ইসরায়েলি অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় তিনি নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঘটনার ভিডিওতে আবু আকলেহকে মাথায় গুলি করতে দেখা গেছে বলে আল জাজিরা জানিয়েছে।

আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, শিরিন আবু আকলেহ জেনিন শহরে ইসরায়েলি অভিযানের সংবাদ সংগ্রহ করছিলেন। এসময় তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও বলেন, আপনি কল্পনা করতে পারেন, এটি তার সাথে কাজ করা সাংবাদিকদের জন্য বড় একটি ধাক্কা।

ইব্রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আবু আকলেহ একজন খুব সম্মানিত সাংবাদিক ছিলেন। তিনি ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে আল জাজিরার সঙ্গে কাজ করছেন।

এ সম্পর্কিত আরও খবর