নেপালের প্রখ্যাত পর্বতারোহী নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। শনিবার (৭ মে) সন্ধ্যায় তিনি ২৬ বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। ১৯৯৪ সালের ১৩ মে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন কামি রিতা। এবার ৫২ বছরের এই নেপালি পর্বতারোহী নিজের রেকর্ড ফের ভেঙে ইতিহাস গড়লেন। ১৯৯৪ থেকে ২০২২ এই ২৮ বছরে তিনি ২৬ বার এভারেস্ট জয় করলেন। খবর সিএনএনের।
জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে কামি রিতা শেরপা চূড়ায় পৌঁছান। তার সঙ্গে এভারেস্ট জয় করেন আরও ১০জন নেপালি পর্বতারোহী। তারা হলেন, সোনা শেরপা, এনগিমা তাশি শেরপা, ফুরবা শেরিং শেরপা, তেনজিং গয়ালজেন শেরপা, লাকপা তেনজি শেরপা, ফুরবা কুসাং শেরপা, মিংমা দন্ধু শেরপা, পাস্তেনজি শেরপা, তারেমান তেমাং ও ফুরবা ছোটার। দলটির নেতৃত্বে ছিলেন কমি রিতা শেরপাই।
নেপালের রাজধানী কাঠমান্ডুর পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী আজ রোববার বলেন, কামি রিতা নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন ও পর্বতারোহণে নতুন একটি বিশ্ব রেকর্ড করেছেন।