জনসমক্ষে আফগানিস্তানের নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছে তালেবান কর্তৃপক্ষ।
শনিবার (০৭ মে) আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা এ নির্দেশ দেন।
তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, নারীদের চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত, কারণ এটি ঐতিহ্যবাহী এবং সম্মানজনক পোশাক।
ডিক্রিতে আরও বলা হয়েছে, যেসব মহিলারা বয়স্ক, তাদের অবশ্যই মাহরাম (প্রাপ্তবয়স্ক ঘনিষ্ঠ পুরুষ আত্মীয়) নন এমন পুরুষদের সঙ্গে দেখা করার সময় চোখ ব্যতীত তাদের মুখ ঢেকে রাখতে হবে।
নারীদের অধিকার সীমিত করতে বোরকা ডিক্রি তালেবানের সর্বশেষ পদক্ষেপ। এর আগে, গত মার্চ মাসে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মুখ ঢাকা নেকাব পরে ক্লাসে আসতে নির্দেশ দেওয়া হয়।
গত বছর আগস্টে আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর এখন পর্যন্ত কোনো রাষ্ট্র তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।