ডেনমার্ক-সুইডেনের আকাশে স্পাই প্লেন, রুশ রাষ্ট্রদূতকে তলব

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 16:15:08

রাশিয়ার গোয়েন্দা বিমানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে ডেনমার্ক ও সুইডেন। এর জের ধরে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দেশ দুটি

সোমবার (০২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ডেনমার্ক ও সুইডেন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার গোয়েন্দা বিমান শুক্রবার সন্ধ্যায় বাল্টিক দ্বীপ বোর্নহোমের পূর্বে ডেনিশ আকাশসীমায় প্রবেশ করে তারপর সুইডিশ আকাশসীমায় প্রবেশ করে।

সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার এএন-৩০ প্রপেলার বিমান ঢুকেছিল। বিমানটির বিস্তারিত তথ্য তাদের হাতে আছে। প্রয়োজনে তারা রাশিয়াকে তা দিতেও পারে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড বলেছেন, ডেনমার্কে রাশিয়ার রাষ্ট্রদূতকে গুপ্তচর বিমানের ঘটনার জন্য তলব করা হয়েছে, যা তিনি অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছেন।

তিনি বলেন, এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে উদ্বেগজনক।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, রুশ রাষ্ট্রদূতকে স্টকহোমে তলব করা হবে।

এদিকে ইউক্রেনের প্রশাসন জানিয়েছে, ইউক্রেনজুড়ে গুপ্তচর ছড়িয়ে রেখেছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের সেনাবাহিনীতে এক রাশিয়ার গুপ্তচরকে চিহ্নিত করা হয়েছে। বাহিনীর খবর রাশিয়ার কাছে পাচার করছিল ওই ব্যক্তি। সেনা বাহিনীতে আরও এমন গুপ্তচর থাকার আশঙ্কা আছে বলে প্রশাসন সতর্ক করেছে।

এ সম্পর্কিত আরও খবর