পূর্বাঞ্চলে রাশিয়ার জয় অস্থায়ী: জেলেনস্কি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 16:08:46

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার জয় অস্থায়ী বলে মন্তব্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনাদের সীমান্ত পেরিয়ে ফিরে যেতে বাধ্য করা হবে।

শুক্রবার (২২ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে দখলদাররা কিছু জয়ের কথা বলে ধ্বংস চালিয়ে যাচ্ছে।

দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলে এখনও প্রতিরোধ অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি। এর আগে শহরটি দখলে নেওয়ার দাবি করে রাশিয়া। খবর এএফপির।

জেলেনস্কি বলেন, লড়াই চলছে। তিনি বলেন, কিছু বিজয় অর্জিত হয়েছে এমনটা বোঝাতে দখলদারেরা আমাদের দেশের দক্ষিণ ও পূর্বে সবকিছুই করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দখলদারদের মারিউপোলসহ আমাদের ভূখণ্ড ছাড়তে হবে। তারা (রাশিয়া) কেবল এ অনিবার্য পরিণতিটা বিলম্বিত করতে পারে। দখলদারেরা যাই বলুক না কেন, মারিউপোলে রুশ বাহিনীকে প্রতিরোধ করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর