ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। পানিবন্দি আছেন অনেকে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানায়, মঙ্গলবারও (১২ এপ্রিল) উদ্ধারকর্মীরা দেশটির পূর্ব ও দক্ষিণ উপকূলে আটকে পড়া লোকদের উদ্ধারের জন্য লড়াই করছে। মেগি গত রোববার ফিলিপাইনে প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে। ফিলিপাইনে চলতি বছরের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ছিল মেগি। ফিলিপাইন সাধারণত প্রতিবছর গড়ে ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দেখে।
দেশটির পূর্ব ও দক্ষিণ উপকূলীয় অঞ্চলের বহু মানুষ এখনও পানিবন্দি রয়েছে। বিভিন্ন এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।
যদিও ঝড়ের পূর্বাভাস পেয়ে পূর্বাঞ্চলের ১৩ হাজারের বেশি মানুষ নিরাপদ আশ্রয়স্থলে গিয়ে আশ্রয় নিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা কর্দমাক্ত জলাভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে এবং দ্রুত প্রবাহিত নদীতে ভেলা ব্যবহার করে জলমগ্ন বাড়ির বিচ্ছিন্ন এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে।