বুচা হত্যাকাণ্ড: রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 20:41:58

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের অভিযোগে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডা।

স্থানীয় সময় বুধবার (০৬ এপ্রিল) তবল করা হয় বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। বুচা হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক ক্ষোভ বাড়ছে।

ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে সাংবাদিকদের জোলি বলেন, আমরা বুচাতে যা দেখেছি তার মধ্যে একটি অমানবিকতা রয়েছে। ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর মন্ত্রীরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে বৈঠক করছেন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি তার ডেপুটি মন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ ভি স্টেপানোভকে বুচা এবং ইরপিনে যা ঘটেছে সে বিষয়ে জানতে।

ইউক্রেনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে কানাডা নয়জন রাশিয়ান এবং নয়জন বেলারুশিয়ান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ সম্পর্কিত আরও খবর