পরিকল্পনা জানতে ন্যাটোর ওয়েবসাইট হ্যাকিংয়ের চেষ্টা রাশিয়ার!

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 17:29:03

ন্যাটোর সেনাবাহিনী এবং তাদের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার উদ্দেশ্যে সম্প্রতি রাশিয়ার হ্যাকাররা ন্যাটো ও পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রবেশের চেষ্টা করেছে।

গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের প্রতিবেদনে এমটিই বলা হয়েছে। খবর বিবিসির।

কোল্ডড্রাইভার বা ক্যালিস্টো নামে একটি রাশিয়ান-ভিত্তিক হ্যাকার গ্রুপ এই চেষ্টা চালায় বলে জানিয়েছে গুগল।

মার্কিন কর্মকর্তারা বারবার সতর্ক করে বলেছেন, রাশিয়া এবং তাদের সমর্থিত হ্যাকার গ্রুপগুলি সাইবার হামলা চালাতে পারে।

তবে, পশ্চিমা লক্ষ্যবস্তুতে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

রাশিয়ার সঙ্গে ন্যাটোর কখনোই খুব একটা সুসম্পর্ক ছিল না। ১৯৪৯ সালে ন্যাটোর সৃষ্টিই হয়েছিল মূলত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শক্তিকে মোকাবিলা করার উদ্দেশ্যে। সোভিয়েত ইউনিয়ন এখন নেই, কিন্তু তার উত্তরসূরী রাশিয়া এখনও ন্যাটোকে হুমকি হিসেবেই দেখে। ২০১৪ সালে রাশিয়া যখন ক্রিমিয়া আক্রমণ করে, তখন ন্যাটো সম্পর্কে রাশিয়ান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ন্যাটো একটি সামরিক জোট এবং আমরা এরকম একটি সামরিক জোটকে আমাদের বাড়ির আঙিনায় দেখতে পছন্দ করি না।

এ সম্পর্কিত আরও খবর