ইউক্রেনে ১১১৯ বেসামরিক মানুষ নিহত: জাতিসংঘ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 22:48:19

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১১১৯ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে অর্ধশতাধিক শিশু।

রোববার (২৭ মার্চ) জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ হিসাব দেন। তবে প্রকৃত নিহতের সংখ্যা বেশি বলেই ধারণা। খবর বিবিসির।

ওএইচসিএইচআর জানিয়েছে, বিস্ফোরক অস্ত্রেই বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। ভারি কামান, রকেট লাঞ্চার, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার মতো ঘটনাতেই হতাহত বেশি হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত ইউক্রেনে ৫২ শিশুসহ ১১১৯ জন বেসামরিক মানুষ নিহতের কথা নিশ্চিত হয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা।

প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি বলেছে, তীব্র যুদ্ধের কারণে কিছু অঞ্চলের তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেশটির সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

এ সম্পর্কিত আরও খবর