‘রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিলে ইউরোপ অচল হয়ে যাবে’

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 05:50:28

এ মুহূর্তে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিলে ইউরোপ অচল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। তাই ইউরোপকে (ইইউ) এখনই রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ মার্চ) জার্মানির রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

তিনি সতর্ক করে বলেন, যদি এখনই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় তাহলে ইউরোপের শিল্পগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। এখনই এ সিদ্ধান্ত নেওয়া হবে হবে বিধ্বংসী।

জার্মান চ্যান্সেলর বলেন, ধীরে ধীরে রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে জার্মানি। তবে এ মুহূর্তে এটি করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমরা নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছি। কিন্তু আজ বা কাল থেকেই রাশিয়ার জ্বালানি আনা বন্ধ করে দিলে জার্মানি ও পুরো ইউরোপ মন্দায় পড়বে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিলে পুরো শিল্প-কল কারখানা ধসে পড়বে।

জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, রাশিয়ার ওপর ইতিমধ্যেই যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার প্রভাব জার্মানির সাধারণ মানুষের ওপর পড়েছে। তার নিজ দেশের মানুষদেরই এসব নিষেধাজ্ঞার মূল্য দিতে হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর