৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করছে পোল্যান্ড

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 20:18:28

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড।

বুধবার (২৩ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানান।

ব্লূমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ মার্চ) পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে। দেশটির মুখপাত্র পিওতোর মুলার এই তথ্য জানান।

পোল্যান্ডের নিরাপত্তা পরিষেবার মুখপাত্র স্ট্যানিসলা জারিন জানান, ৪৫ রাশিয়ানকে গুপ্তচর বা গুপ্তচরদের সহযোগী বলে সন্দেহ করা হচ্ছে। তাদের মধ্যে একজন পোলিশ নাগরিকের বিরুদ্ধে তাদের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেয়েভকে পোল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করার পর তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

জারিন টুইটারে লিখেছেন, রাশিয়ান রাষ্ট্রদূত বারবার একে মিথ্যা অভিযোগ বলে অস্বীকার করেছেন।

এ সম্পর্কিত আরও খবর