রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই পোল্যান্ড সফরে বাইডেন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:59:07

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই প্রতিবেশী দেশ শুক্রবার (২৫ মার্চ) পোল্যান্ডে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকের পর তিনি সেখানে যাবেন। খবর বিবিসির।

রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাৎ করতে আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড সফরে যাবেন। মূলত ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান নিয়ে আলোচনা করতেই প্রেসিডেন্ট দুদার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট, মিত্র ও অংশীদাররা কীভাবে মানবিক সংকট মোকাবিলা করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন। ইউক্রেনের রাশিয়ার হামলার পরই সেখানে মানবাধিকারের সংকট দেখা দেয়।

বুধবার (২৩ মার্চ) তিনি ব্রাসেলসে যাবেন। এরপর সেখানে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি জি-৭ এর সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর